নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ গতকাল দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার মুরান এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে এক জন জঙ্গি নিহত হয়। নিহত জঙ্গির নাম দানিশ। শ্রীনগরের এল্লাহিবাগের বাসিন্দা।
সূত্রের খবর, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে যে, জঙ্গিরা পুলওয়ামার ওই এলাকায় লুকিয়ে রয়েছে। এরপরেই মুরান এলাকায় প্রবেশ ও প্রস্থানের সব ক’টি পথ বন্ধ করে অভিযান শুরু করা হয়। তারপর এলাকায় তল্লাশি অভিযানের সময় জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পাল্টা জওয়ানরাও গুলি ছোঁড়ে।
এরপর নিরাপত্তাবাহিনীর হাতে নিহত জঙ্গি দানিশ মারা যায়। মনে করা হচ্ছে, ওই এলাকায় আরো জঙ্গি লুকিয়ে রয়েছে। ফলে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এও জানা গেছে যে, গত মার্চ মাস থেকে ওই জঙ্গি নিখোঁজ ছিল। সম্প্রতি, জঙ্গিরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। তবে ভারতীয় সেনা বারামুল্লা জেলার উরিতে জঙ্গি অনুপ্রবেশ আটকে দিয়েছে।