Indian Prime Time
True News only ....

দিলীপ ঘোষকে দেখে ‘গো ব্যাক’ শ্লোগানের অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ সকালে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এমএমসি টাউনশিপ এলাকায় প্রাতর্ভ্রমণ সেরে দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে ‘চায়ে পে চর্চা’য় যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে দিলীপ ঘোষকে দেখে তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ‘গো ব্যাক’ শ্লোগান দেওয়ার অভিযোগ উঠলো। এমনকি ‘জয় বাংলা’ শ্লোগানও তোলা হয়। এরপরই ওই চত্বরে উত্তেজনা ছড়ায়।

এই ঘটনাকে ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপর দিলীপ ঘোষকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান। আর যেতে যেতে বিজেপি কর্মীদের সঙ্গে ‘পিসি চোর’, ‘ভাইপো চোর’, ‘তৃণমূলের সবাই চোর’ শ্লোগান দিতে থাকেন। এলাকায় পুলিশবাহিনীও আসে। দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশকে দুই দলের ধস্তাধস্তি থামাতে হিমশিম খেতে হয়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ চালানো হয়। পরে বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এদিকে যারা দিলীপ ঘোষকে লক্ষ্য করে শ্লোগান দিয়েছিলেন, তাদের কথায়, “বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে নালিশ জানানোই উদ্দেশ্য ছিল। কিন্তু দিলীপ ঘোষ কথা বলতে চাননি।” তবে দিলীপ ঘোষ এই বিষয়ে জানান, “তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য ওদের কিছু মহিলা অশান্তির জন্য এসেছিলেন।” পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির উপরে হামলার অভিযোগ প্রসঙ্গে বলেন, “কিছু করতে পারবে না। এই কেন্দ্রীয় সরকার অপরাধীদের প্রয়োজনে মাটির তলা থেকে তুলে এনে বিচার করবে।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored