নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ লোকসভা নির্বাচনের মুখে আসাম ও বাংলা সীমান্তের বক্সিরহাট থানার সংকোশ এলাকা থেকে ২৩ লক্ষ টাকার জাল নোট উদ্ধার সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় নাকা চেকিং চলাকালীন আসামের দিক থেকে আসা একটি চার চাকার গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তখন দেখা যায় একটি ব্যাগের মধ্যে লাল রঙের গিফট প্যাকে মোড়া বাদামী রঙের টেপ দিয়ে আটকানো একটি প্যাকেট। তা থেকেই ৪ হাজার ৭১৩ টি ৫০০ টাকার জাল নোট অর্থাৎ ২৩ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি সঞ্জীব কুমার, অভিজিৎ দত্ত এবং দুর্গাপ্রসাদ নিষাদ নামে তিন জনকে আটক করা হয়।
সঞ্জীব ও দুর্গাপ্রসাদের বাড়ি ছত্রিশগঢ়ের যশপুর জেলায়। অভিজিতের বাড়ি কোচবিহারের মহিষবাথান এলাকায়। সে ওই গাড়ির চালক ছিলেন। এসএসটি ম্যাজিস্ট্রেট তাপস বিশ্বাসের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এতো বিপুল পরিমাণ টাকা কোথা থেকে কোথায় নিয়ে আসা হচ্ছিল তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।