অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ চৈত্র মাস শেষ হতে না হতেই অস্বস্তিদায়ক গরমে রাজ্যবাসী নাজেহাল হয়ে উঠেছে। তাই গরম থেকে বাঁচতে রাজ্যবাসী বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন। কিন্তু ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা আরো বৃদ্ধি পেয়ে তাপপ্রবাহ হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রী থেকে ৪২ ডিগ্রী সেলসিয়াস ছুঁতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রী থেকে পাঁচ ডিগ্রী সেলসিয়াস বেশী থাকবে। আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর আগামীকাল থেকে শনিবার অবধি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরী হতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
বেশ কিছু এলাকায় লু বইবার সম্ভাবনাও রয়েছে। জলীয় বাষ্প বেশী থাকায় গরমের সাথে অস্বস্তি বাড়বে। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত তাপপ্রবাহ চললেও বিকেলের পর রবিবার অবধি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণার কয়েকটি এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রী বেশী। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রী সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
এই তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পেতে আবহাওয়া দপ্তর বেশ কিছু পরামর্শ দিয়েছে। সেগুলি হলো- ১) হালকা রঙের এবং হালকা সুতির বস্ত্র পরিধান করতে হবে।
২) ছাতা ব্যবহার করা বা কোনো বস্ত্র দিয়ে মাথা ঢেকে রাখা প্রয়োজন।
৩) রাস্তায় বেরিয়ে বেশীক্ষণ এক টানা রোদে থাকা যাবে না।
৪) পর্যাপ্ত জল পান করতে হবে। পাশাপাশি ওআরএস ও লেবুর জল বেশী করে খাওয়া জরুরী।
Sponsored Ads
Display Your Ads Here