চয়ন রায়ঃ কলকাতাঃ বৌবাজারের রামকানাই অধিকারী লেনের পুরোনো একটি বাড়ি ভেঙে পড়ার ঘটনায় চব্বিশ ঘণ্টার মধ্যেই কলকাতা পুরসভা সংশ্লিষ্ট দুই জন ইঞ্জিনিয়ারকে শোকজ করেছে। এছাড়া ভেঙে পড়া বাড়ির পাশের বাড়িটির মালিককেও নোটিশ দেওয়া হয়েছে যাতে ওই বাড়ি ভাঙার কাজ আপাতত স্থগিত থাকে।
পুরসভা সূত্রে খবর, নির্মাণ সংক্রান্ত কাজের তদারকির দায়িত্বে থাকা লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার (এলএসবি) ও এমপ্যানেল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে (ইএসই) শোকজ করা হয়েছে। পাশাপাশি পাশের বাড়ির মালিককে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে, আপাতত বাড়ি ভাঙার কাজ স্থগিত রাখতে হবে। মালিককে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের ক্ষতিপূরণ দিতে হবে। প্রতিবেশীদের কাছ থেকে সন্তোষজনক চিঠি পেলে তবেই আবার বাড়ি ভেঙে প্রোমোটিংয়ের কাজ শুরু করা যাবে।
আর বাড়ির প্রোমোটিংয়ের জন্য প্রতিবেশীদের কারোর যাতে কোনোরকম সমস্যা না হয় বা সাধারণ পথচারীরা যাতে বিপদে না পড়েন, তা নিশ্চিত করতে হবে। এর সাথে ভাঙা বাড়ির অংশ জাল দিয়ে ঘিরে দিতেও বলা হয়েছে। প্রসঙ্গত, ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের অভিযোগ, “পাশের বাড়ির নিয়ম না মেনে প্রোমোটিং করার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।”