চয়ন রায়ঃ কলকাতাঃ গার্ডেনরিচকাণ্ডের পনেরো দিনের মাথায় আজ আবার উত্তর কলকাতার বৌবাজারের রামকানাই অধিকারী লেনের একটি পুরোনো বাড়ির দেওয়াল সমেত ঘরের একাংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটি ভেঙে পড়লেও কেউ আহত হননি। বাড়ির এক জন মহিলা জানান, ‘‘হঠাৎ গোটা বাড়ি থরথর করে কেঁপে ওঠে। গ্যাসের আগুনও দপ দপ করে নিভে গেল। এরপরেই বিরাট আওয়াজ।’’ কিন্তু এই ঘটনার কিছুক্ষণ আগেই মিস্ত্রিদের বাড়ির দেওয়াল নিয়ে সতর্ক করা হয়েছিল।
ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের অভিযোগ, ‘‘নিয়ম না মেনে পাশের বাড়ির প্রোমোটারির জন্যই এই পরিস্থিতি তৈরী হয়েছে। কাজ চলাকালীন মিস্ত্রিরা এই বাড়ির দেওয়ালেও আঘাত করায় দেওয়াল সমেত ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।’’ এই ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এলাকায় পৌঁছে যায়। জানা গেছে, ভেঙে পড়া বাড়িটি বহু পুরোনো আমলের। তবে বাসিন্দাদের দাবী, ‘‘বাড়িটি পুরোনো হলেও এই বাড়ি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। তাই বাড়িটি ভঙ্গুর ছিল না। বাড়ির পাশে নিয়ম না মেনে বাড়ি ভাঙার কাজ চলায় এই দুর্ঘটনাটি ঘটেছে। আর এই ঘটনার কথা বার বার স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও বাড়ি ভাঙার ব্যাপারে কোনো সাবধানতা অবলম্বন করা হয়নি।’’
এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে জানান, ‘‘বাড়ি বানানোর অনেক নিয়ম আছে। কিন্তু বাড়ি ভাঙার কিছু নিয়ম আছে কি? বৌবাজারের ওই এলাকার বাড়িটি ভেঙে একটি চার তলা বাড়ি তৈরীর পরিকল্পনা করা হয়েছিল। কাজ শুরু হওয়ার পর আমার কাছে এলাকার মানুষ অভিযোগ জানায়। আমি আমার দায়িত্বের বাইরে গিয়ে প্রোমোটার ও বাসিন্দাদের সাথে কথা বলি। বৈঠকও করি। তবে বাড়ি ভাঙার ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি, তা জানতে হবে। আপাতত বিষয়টি পুরসভা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। যাদের বাড়ি ভেঙেছে তাদের দিকটিও খতিয়ে দেখা হবে।’’