অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্যে সাত দফায় লোকসভা নির্বাচন হবে। ফলে বেশীরভাগ বিদ্যালয় ভোটগ্রহণ চলবে। তাই ৬ ই মে রাজ্যের সমস্ত সরকারী বিদ্যালয়ে গরমের ছুটির আগেই বেশ কিছু বিদ্যালয় বন্ধ রাখা হচ্ছে। আজ মধ্যশিক্ষা পর্ষদ তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “১৯ শে এপ্রিল থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু। প্রথম দফায় রাজ্যে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কেন্দ্রে নির্বাচন থাকায় ১৬ ই এপ্রিল মঙ্গলবার থেকে ২০ শে এপ্রিল শনিবার অবধি কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিদ্যালয় বন্ধ থাকছে। এরপর ২৬ শে এপ্রিল দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে নির্বাচন রয়েছে। তাই ২৪ শে এপ্রিল বুধবার থেকে ২৭ শে এপ্রিল শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বিদ্যালয়গুলি বন্ধ রাখা হবে।
প্রসঙ্গত, ১ লা জুন লোকসভা নির্বাচন শেষ হবে। আর ৪ ঠা জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। আর আগামী ২ রা জুন গরমের ছুটি শেষ হতে চলেছে। উল্লেখ্য, গত বছর তাপপ্রবাহের কারণে নির্ধারিত সময়ের আগেই রাজ্য সরকার রাজ্যের সরকারী বিদ্যালয়গুলিতে গরমের ছুটি ঘোষণা করেছিল।