নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ গতকাল তেলেঙ্গানার সত্তুপালেমের চন্দ্রপালেম গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খেলেন পুলিশ এক জন আধিকারিক। উত্তেজিত জনতা ওই সার্কল ইন্সপেক্টরকে টেনে হিঁচড়ে খাম্মাম সংরক্ষিত বনাঞ্চলে নিয়ে গিয়ে মারধর করে।
পুলিশ সূত্রে খবর, চাষবাস সংক্রান্ত একটি বিষয়ে খাম্মামের স্থানীয়দের দু’টি দলের মধ্যে বিবাদ শুরু হয়। এরপর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ ও বন বিভাগের দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় পুলিশেরই ওই আধিকারিককে মারধর করেন। এরপর তিনি পালানোর চেষ্টা করলে তাকে বাইক থেকে নামিয়ে কিল, ঘুসি-চড় মারতে থাকেন। কয়েক জন আবার লাঠি নিয়ে তাড়া করেন। এদিকে তাকে পুলিশের বাকি আধিকারিকেরা বাঁচানোর চেষ্টা করছেন।
ইতিমধ্যেই গোটা ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসছে। যদিও সেই ভিডিয়ো থেকে পরিষ্কার নয় যে, উত্তেজিত জনতা ওই সার্কল ইনস্পেক্টরকে মারতে উদ্যত হয়েছিল কেন? তবে এই ঘটনায় মোট ২১ জন গ্রামবাসীকে আটক করা হয়েছে। পাশাপাশি পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।