নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার রাইপুর থানার অর্ন্তগত অমৃতপালের কাছে যাত্রীবাহী একটি সরকারী বাসের ধাক্কায় এক দম্পতি মৃত্যুর জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাসটি দুর্গাপুর থেকে ঝাড়গ্রাম যাচ্ছিল। মৃত দম্পতির নাম সুধাময় রানা ও ডলি রানা।
স্থানীয়রা অভিযোগ করেন, “রাস্তা মেরামতের নামে তা খুঁড়ে রাখায় ওই সরকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মধ্যে পড়ে। এছাড়া জানা যায়, ওই বাসের কোনো ফিটনেস শংসাপত্র নেই আর বিমাও নেই।” এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারের এক জনকে চাকরী এবং দ্রুত রাস্তা মেরামতের দাবীতে এলাকাবাসীরা বাঁকুড়ার সিমলাপাল হাইস্কুল মোড়ে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন।
পাশাপাশি হুমকিও দেওয়া হয় যে, যতক্ষণ না দাবী মানা হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে। অবরোধকারীদের দাবী, “সরকারী অবহেলার জেরে দুর্ঘটনায় দু’জনের প্রাণ চলে গেলেও শুধুমাত্র গরীব মানুষ হওয়ায় প্রশাসন ও কোনো রাজনৈতিক দল খোঁজ রাখেনি।”