অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সল্টলেকের তিন নম্বর সেক্টরের জিসি ব্লকের ত্রিশ নম্বর বাড়ি থেকে এক বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পাশেই একটি রক্তমাখা ছুরি পড়ে ছিল। আর সংজ্ঞাহীন অবস্থায় স্বামীর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে বাংলায় লেখা চার লাইন। বাকিটা ইংরেজিতে। বাংলায় লেখা আছে যে, ‘‘স্বামী নিজেই স্বীকার করেছেন যে, স্ত্রীকে মেরে নিজে আত্মহত্যা করার চেষ্টা করেছেন।’’ স্বামীর নাম যদুনাথ মিত্র ও স্ত্রী মন্দিরা মিত্র। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
সূত্রের খবর, যদুনাথবাবু এবং মন্দিরা দেবী একাই থাকতেন। নীচের তলা ভাড়া দেওয়া। ৮০ বছর বয়সী যদুনাথবাবু পেশায় সেনার অবসরপ্রাপ্ত চিকিৎসক ছিলেন। এদিন পরিচারিকা বাড়িতে ঢুকে দেখতে পান, শৌচাগারে মন্দিরা দেবীর রক্তাক্ত দেহ। আর যদুনাথবাবুর দেহ ডাইনিং রুমে পড়ে আছে। পরিচারিকার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
পাশাপাশি যদুনাথবাবুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখান থেকে বাইপাসের ধারের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত ঘটনাস্থল সিল করে দেওয়া হয়েছে। ফরেন্সিক পরীক্ষা হবে। তবে প্রাথমিক ভাবে অনুমান যে, স্বামী স্ত্রীকে খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছে। যদিও এটি খুন না আত্মহত্যার ঘটনা তা যথাযথ তদন্ত করে দেখা হচ্ছে।