নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল রাতের অন্ধকারে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রেল কলোনীর মথুরাকাটিতে কাউন্সিলর বনথা মুরলীর বাড়িতে বেশ কয়েক জন দুষ্কৃতী ঢুকে তার স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকা ছিনতাই করে চম্পট দেয়।
জানা গেছে, ঘটনার সময় বনথা মুরলী বাড়িতে ছিলেন না। ওই সময় বনথা মুরলীর স্ত্রী বিজয়া মুরলী বাড়িতে একাই ছিলেন। তখন চার জন দুষ্কৃতী বাইকে চেপে ওই বাড়ির সামনে এসে মুখে মাস্ক পরে বনথা মুরলীর খোঁজ করতে করতে জোর করে সবলে বাড়িতে প্রবেশ করে প্রথমে বিজয়া দেবীর ফোন কেড়ে নেয়। এরপর হাত-পা বেঁধে বিছানায় ফেলে মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।