নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে আজ কোচবিহারের দিনহাটায় চলছে ২৪ ঘণ্টার বন্ধ চলছে। সকালবেলা থেকেই রাস্তা ফাঁকা। দোকানপাট বন্ধ। টোটো-রিকশারও দেখা পাওয়া যায় না। বৃষ্টির কারণেও রাস্তায় মানুষও কম। সব মিলিয়ে সকাল থেকেই এলাকার রাস্তাঘাট শুনশান।
প্রসঙ্গত, গতকাল উদয়ন গুহর জন্মদিন উপলক্ষ্যে তৃণমূল কর্মী-সমর্থকেরা দিনহাটা চৌপতিতে জড়ো হয়েছিলেন। অন্য দিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ওই পথ দিয়ে প্রচার সেরে ফিরছিলেন। তখন আচমকাই নিশীথ প্রামাণিকের নিরাপত্তারক্ষীরা তৃণমূল কর্মী-সমর্থকদের উপর চড়াও হন। এতে দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ফলে সমগ্র এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন এই প্রসঙ্গে জানান, ‘‘লাঠিসোঁটা, তির-ধনুক নিয়ে ঘুরছে। পরিকল্পিত ভাবে আমাদের উপর ওরা হামলা করেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের সাধারণ কর্মী-সমর্থকদের উপর হেনস্থা করা হচ্ছে।’’ পাল্টা নিশীথ প্রামাণিকের অভিযোগ, ‘‘শান্তিপূর্ণ ভাবে রাস্তা দিয়ে আসছিলাম। হঠাৎ করেই তৃণমূল কনভয়ে ইট-পাটকেল, তির-ধনুক নিয়ে আক্রমণ করে। গন্ডগোল দেখে আমায় গাড়ি থেকে নামতে হয়েছে। কিন্তু তখন মন্ত্রী উদয়ন গুহকে দেখলাম আমাদের কর্মীদের জামার কলার ধরছেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশকে বলছেন, ‘ওদের মারো!’ তৃণমূল নির্বাচনের আগে দাঁত-নখ বার করে আক্রমণ করছে। এটা কোন রাজনীতি?’’ এই ঘটনায় গতকাল রাতেরবেলাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে ২৪ ঘণ্টা দিনহাটা বন্ধের ডাক দিয়েছে। অন্যদিকে, এদিন বিজেপির পুলিশ সুপারের অফিস ঘেরাও করার পরিকল্পনা রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here