নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব বর্ধমানের মেমারীতে গোরু ভর্তি ভলভো বাস নিয়ে শোরগোলের পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার এক দল গোরু। এই ঘটনার খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়।
প্রশাসন সূত্রে খবর, তেলের ট্যাঙ্কারটি হেঁড়িয়া ইটাবেড়িয়া রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। কিন্তু পুলিশের ট্যাঙ্কারটির গতিবিধি দেখে সন্দেহ হয়। এরপর পুলিশ দেখে ট্যাঙ্কারটি ছুট দিতেই পুলিশও রীতিমতো ধাওয়া করে গোরু বোঝাই ট্যাঙ্কারটিকে আটক করে তল্লাশি শুরু করে।
ট্যাঙ্কারটি খুলতেই দেখা যায় তেলের পরিবর্তে ভিতরে প্রচুর গোরু বাঁধা রয়েছে। এরপর চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে চালক এবং খালাসির কথায় অসঙ্গতি পাওয়ায় ইতিমধ্যে তাদের গ্রেফতার করা হয়।