চয়ন রায়ঃ কলকাতাঃ স্থানীয় ক্লাবকে চাঁদা দিতে অস্বীকার করায় বেহালার রাজা রামমোহন রোডের অরূপনন্দন দাস অধিকারী নামে এক জন চিকিৎসককে ভয় দেখানোর পাশাপাশি তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো।
জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে অরূপনন্দনবাবুকে স্থানীয় ক্লাবের সচীব ঝণ্টু মণ্ডল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা ক্লাবকে দশ হাজার টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু অরূপনন্দনবাবু ওই চাঁদা দিতে অস্বীকার করায় দেখে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এরপর গতকাল তারা অরূপনন্দনবাবুর গাড়ি ভাঙচুর করে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার পর অরূপনন্দনবাবু পুলিশের কাছে ক্লাবের বেশ কয়েক জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারপর পুলিশ অভিযোগের ভিত্তিতে ঝণ্টু মণ্ডল এবং অভিজিৎ চক্রবর্তী নামে দুই জন ব্যক্তিকে গ্রেফতার করার সাথে সাথে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here