Indian Prime Time
True News only ....

বিজেপি নেত্রীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ চালাচ্ছে বিজেপির মহিলা সদস্যরা

- sponsored -

- sponsored -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সন্দেশখালি যাওয়ার পথে নিউটাউনের কাছে পুলিশের হাতে আটক হলেন বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং ভারতী ঘোষ। বৃহস্পতিবার তাঁদের নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চার একটি দল এগোচ্ছিল সন্দেশখালির দিকে। নিউটাউনের কাছে পৌঁছতেই আটকে দেওয়া হয় তাঁদের। পরে বিজেপির ওই তিন নেত্রীকে আটকও করে নিউটাউন থানার পুলিশ।

ফলে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা এই ঘটনার প্রতিবাদে নিউটাউন থানার বাইরে অবস্থান বিক্ষোভে বসেছেন। অন্য দিকে, বিক্ষোভকারীরা যাতে থানা চত্বরে প্রবেশ করতে না পারেন, সে জন্য বন্ধ করে দেওয়া হয়েছে থানার গেট।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বৃহস্পতিবার নারী দিবসের আগের দিন সন্দেশখালিতে যাবেন বলে জানিয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। সেই মিছিলের নেতৃত্বে বিজেপি সাংসদ লকেট, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা এবং বিজপির নেত্রী তথা প্রাক্তন আইপিএস অফিসার ভারতীর নেতৃত্বে একটি মিছিল এগোচ্ছিল সন্দেশখালির দিকে। মাঝ পথেই ব্যারিকেড করে বাধা দেওয়া হয় মিছিলটিকে। সেই ব্যারিকেড ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করলে পুলিশ আটক করে বিজেপির তিন নেত্রীকে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, পুলিশের উপর ক্ষোভ উগরে দিচ্ছেন লকেট-অগ্নিমিত্রারা। অগ্নিমিত্রা প্রশ্ন করছেন, ‘‘সন্দেশখালিতে যাচ্ছি, সেখানে ১৪৪ ধারা জারি নেই। নিউটাউনেও ১৪৪ ধারা জারি নেই তবে কেন আটকানো হচ্ছে আমাদের?’’ লকেটকে পরে মুখ্যমন্ত্রী মমতার নাম না করে বলতে শোনা যায়, ‘‘এটাই হল সাদা শাড়ি আর হাওয়াই চটির আসল রূপ। সামনে উনি যা-ই বলুন, উল্টো দিকটা হল এই রকম।’’

উল্লেখ্য এর আগেও সন্দেশখালি যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছিল বিজেপির নেত্রীদের। লকেটকে সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হয়নি। শুভেন্দুর মিছিলে অগ্নিমিত্রাদেরও ধামাখালিতে আটকেছিল পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের সন্দেশখালিতে যেতে দেওয়া হলেও সেই সফরে পুলিশকে অপমান করার অভিযোগ ওঠে অগ্নিমিত্রাদের বিরুদ্ধে।যা নিয়ে বিতর্কের রেশ এখনও চলছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored