অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতা মেট্রোর মুকুটে নতুন পালক জুড়তে চলেছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার তলায় মেট্রো উদ্বোধন করবেন। আর ইতিমধ্যে নরেন্দ্র মোদী এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছেন। গতকাল তিনি কলকাতায় পৌঁছানোর পর রাজ ভবনে ছিলেন। সেখান থেকেই সড়কপথে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছেছেন।
এদিন নরেন্দ্র মোদী ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি ৪.৮ কিলোমিটার, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার ও জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট অবধি ১.২৫ কিলোমিটার সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন। শহরের মেট্রো ক্ষেত্রে প্রায় ১১.৪৫ কিলোমিটার পথের সংযুক্তি ঘটবে।
Sponsored Ads
Display Your Ads Here
নরেন্দ্র মোদী মেট্রোর হাওড়া ময়দান-ধর্মতলা অংশের সূচনা করবেন। গঙ্গার উপরের জলস্তর থেকে তেত্রিশ মিটার নীচে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ তৈরী হয়েছে। সেগুলি নদীখাত থেকে আরো তেরো মিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে গিয়েছে। জোড়া সুড়ঙ্গের পেট চিরে এই ইস্ট-ওয়েস্ট মেট্রো ছুটবে। তবে জলে সুড়ঙ্গ নেই। অর্থাৎ মেট্রো যাত্রীদের মাথার উপর দিয়ে গঙ্গা বয়ে যাবে।
Sponsored Ads
Display Your Ads Here