Indian Prime Time
True News only ....

ঘোষিত হলো বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ বিজেপি দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে বিজেপির প্রথম দফার প্রার্থী অর্থাৎ ১৯৫ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলো। এর মধ্যে পশ্চিমবঙ্গের মোট কুড়িটি আসন সহ ষোলোটি রাজ্য ও একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রার্থী ঘোষিত হয়েছে। আর এবার বাংলায় বিজেপির প্রার্থী তালিকাতে বিশাল চমকও আছে।

বাংলায় কাঁথি থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। আর ঘাটালে দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে হিরণ চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছে। এছাড়া মনোজ টিগ্গা, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুকান্ত মজুমদার সহ অনেকেই রয়েছেন। তবে প্রতিবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী আসন থেকেই লড়াই করবেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

পাশাপাশি যে রাজ্যগুলির আসন ঘোষণা করা হয়েছে, সেগুলি হলো গোয়া (১), ত্রিপুরা (১), আন্দামান (১), দমন ও দিউ (১), জম্মু-কাশ্মীর (২), অরুণাচল প্রদেশ (২), উত্তরাখণ্ড (৩), দিল্লি (৫), তেলেঙ্গানা (৯), অসম (১১), ঝাড়খন্ড (১১), ছত্তিশগড় (১১), কেরল (১২), গুজরাত (১৫), রাজস্থান (১৫), পশ্চিমবঙ্গ (২০), মধ্যপ্রদেশ (২৪), উত্তরপ্রদেশ (৫১)।

এই আসনগুলিতে লোকসভার অধ্যক্ষ্যের নাম সহ রাজ্য এবং কেন্দ্রের ৩৪ জন মন্ত্রীর নাম রয়েছে। যেখানে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অরুণাচলপ্রদেশের একটি আসন থেকে লড়াই করছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল আসামের ডিব্রুগড় আসন থেকে লড়াই করছেন। আর ২৮ জন মহিলা, ৪৭ জন যুব প্রার্থী, ২৭ জন এসসি, ১৮ এসটি ও ৫৭ জন পিছিয়ে পড়া শ্রেণী ওবিসি আছে। অর্থাৎ সব জাতি-বর্গকে এই তালিকায় রাখা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored