মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ছ’বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। আর দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ শাহজাহানকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে হাজির করলে বিচারক দশ দিনের পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আর এর পরেই রাজ্য সরকার তাকে দল থেকে সাসপেন্ড করেছে।
আজ রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে জানান, ‘‘দলের কারোর বিরুদ্ধে অভিযোগ পেলে তৃণমূল যে পদক্ষেপ করে, এটাই তার প্রমাণ। কিন্তু তৃণমূলের কাছে এটা নতুন কিছু নয়। তৃণমূল আগেও এ কাজ করেছে। তবে বিজেপি তো আর তৃণমূল নয়! আমরা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা বা নারায়ণ রাণেকে সাসপেন্ড করে দেখান! মণিপুরের মুখ্যমন্ত্রী, ব্রিজভূষণ বা অজয় মিশ্র টেনির ব্যাপারে কী পদক্ষেপ করা হয়েছে?’’
Sponsored Ads
Display Your Ads Here
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে কটাক্ষের সুরে বলেন, ‘‘ তৃণমূল মুখ বাঁচাতে শাহজাহানকে সাসপেন্ড করেছে। এতদিন তো দোষী মানাই হচ্ছিল না। গ্রেফতার বা সাসপেন্ড সবই নাটক। যেভাবে তিনি আদালতে ঢুকছিলেন, তাতে তো গ্রেফতার মনে হয়নি। মনে হচ্ছিল শাহজাহান পুলিশকেই গ্রেফতার করেছেন। এখন আরো একটা প্রশ্ন। কোন তৃণমূল সাসপেন্ড করলো? পিসি তৃণমূল না কি ভাইপো তৃণমূল? মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও ভাইপোর কথাতেই নাকি শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। তিনিই কি এই রাজ্যের ‘সুপার সিএম’?’’
Sponsored Ads
Display Your Ads Here