নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নদীয়ার কৃষ্ণনগরের থানাপাড়া এলাকার সাহেবপাড়ার একটি বাড়িতে চলা বেআইনী অস্ত্র কারখানায় অভিযান চালিয়ে এক জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম বজলু শেখ। মঙ্গলবার বজলুকে আদালতে হাজির করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রথমে পুলিশ বজলুর বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করে। এরপর সেখান থেকে একটি একনলা দেশী বন্দুক, একাধিক বেআইনী অস্ত্র সহ অস্ত্র তৈরীর বহু সরঞ্জাম উদ্ধার হয়েছে। পাশাপাশি ওই সময় বাড়িতেই উপস্থিত বজলুকেও বেআইনী অস্ত্র তৈরী ও অস্ত্র মজুতের অভিযোগে হাতেনাতে গ্রেফতার করা হয়। কিন্তু সকলের আড়ালে বেআইনী কারখানাটি চলছিল কিভাবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার বিশদে তথ্য জানার চেষ্টা করছে। পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া অভিযুক্ত বজলুর সীমান্তের ওপারের অস্ত্রকারবারীদের সঙ্গে যোগ রয়েছে কি না তাও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।