মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান গ্রেফতার হতেই গ্রামবাসীরা ঘর থেকে বেরিয়ে এসে উৎসবে মেতে ওঠেন। মহিলারা একে অপরকে মিষ্টিমুখ করান। নীল দিগন্তে লাল-সবুজ আবির ওড়ানো হয়। একে অপরকে আবির মাখিয়ে দেওয়া হয়। অনেক মহিলাকে শঙ্খধ্বনি ও উলুধ্বনিও দিতে দেখা যায়। এককথায় ভোজাপাড়ার পাশাপাশি সমগ্র সন্দেশখালির মানুষ আনন্দে মেতে উঠেছে।
আনন্দে উচ্ছ্বসিত এক জন মহিলা জানান, ‘‘শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, এই খবর শোনার পর আমরা আনন্দ করছি। সন্দেশখালিতে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। এবার আশা করছি, সব ভালো হবে।’’