অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ভোরে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মহম্মদ আলি পার্কের কাছে ধর্মতলাগামী একটি তেল বোঝাই ট্যাঙ্কার উল্টে যায়। আর ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটিতে থাকা তেলে আগুন লেগে যায়। এই ঘটনায় রাস্তার ধারে থাকা একটি বাড়িতেও আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। তবে বাড়িটিতে কেউ থাকত না। এই দুর্ঘটনায় গাড়ির চালকের মৃত্যু হয়েছে।
যেখানে দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে সেই এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরী হয়। আর কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকল বিভাগ খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন নিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে আরো আটটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নেভানোর কাজ চালানো হয়।
কিন্তু কোনো কিছুতেই কাজ না হওয়ায় অবশেষে ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এরপর মৃতদেহটিকে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ট্যাঙ্কারটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন কি না আপাতত তা জানা যায়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন।