অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকাল ৮টা নাগাদ বেলেঘাটার ইএম বাইপাসের ধারে কাদাপাড়ার ক্যালকাটা জুটমিলের তিন নম্বর গুদামে ভয়াবহ আগুন লাগে। জুটমিলটিতে প্রচুর কাঁচা পাট মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আর চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
স্থানীয়রা গুদামঘর থেকে ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এরপর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে দশটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। কিন্তু আগুন লাগার কারণ স্পষ্ট ভাবে জানা না গেলেও অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জুটমিল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। অন্যদিকে, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়া নিয়ে বেশ আতঙ্ক তৈরী হয়।
Sponsored Ads
Display Your Ads Here