মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল রাতে সন্দেশখালির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে জাতীয় এসটি কমিশনের প্রতিনিধিরা কলকাতায় এসেছিলেন। ইতিমধ্যে মোট তিন সদস্যের প্রতিনিধি কলকাতা থেকে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যার মধ্যে জাতীয় এসটি কমিশনের ভাইস চেয়ারপার্সন অনন্ত নায়েকও ছিলেন।
এছাড়া তারা সন্দেশখালির পরিস্থিতি নিয়ে মুখ্যসচীব ও ডিজিপিকে চিঠি দিয়েছেন। তিন দিনের মধ্যে এই বিষয় নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করছে তা জানাতে হবে অর্থাৎ রিপোর্ট পেশ করতে হবে। তার মধ্যে না জানালে আইনী পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে। এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েক জানান, ‘‘যতক্ষণ না সন্দেশখালি পৌঁছাচ্ছি ততক্ষণ কিছু বুঝতে পারছি না। ওখানে পরিস্থিতি খতিয়ে দেখে তারপরই রিপোর্ট পেশ করব।’’
এদিকে সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় এসসি কমিশন এসেছিল। এই জাতীয় এসসি কমিশন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করবার আবেদন জানিয়েছিল।