নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ একশো দিবস কর্মযোজনার আওতায় অবৈধ খনি, মদ, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। ফলে নিয়মিত ট্রেনে তল্লাশি চলছে। এর জেরে জয়পুর-আসারওয়া ট্রেনের জেনারেল কামরায় দু’টি দামী ব্যাগ পড়ে থাকতে দেখে ডুঙ্গারপুর জিআরপি যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে কোনো যাত্রী সদুত্তর দিতে পারেননি।
এরপর জিআরপি তল্লাশি শুরু করে। কিন্তু ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ। দেখা যায়, ব্যাগের মধ্যে লক্ষাধিক টাকার গাঁজা রয়েছে। তখন জিআরপি মাদক সহ দু’টি ব্যাগ বাজেয়াপ্ত করে নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দু’টি ব্যাগ মিলিয়ে মোট ১২ কেজি ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।
ইতিমধ্যে ব্যাগের মালিকের খোঁজে তদন্ত শুরু করা হয়েছে। আর বিষয়টি উপরমহলে জানানো হয়েছে। এছাড়া জিআরপি জওয়ানরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেন। এমনকি অভিযুক্তদের সন্ধান পেতে চিত্তোর এবং উদয়পুর রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। পাশাপাশি বাজেয়াপ্ত গাঁজা আজ দুঙ্গারপুর এনডিপিএস আদালতে পেশ করা হবে।