নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ পুরুলিয়ার কোটশিলা থানার বড়রোলা গ্রামে এক জন আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগে আজ জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কোটশিলা থানার ওসি তুফান দাঁকে ক্লোজ করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, গত রবিবার পুলিশ ওই এলাকায় বেআইনী ভাবে মদ বিক্রির তল্লাশি অভিযানে গিয়েছিল। আর সেখানে গিয়ে গ্রামের তুফান দাঁ এক জন আদিবাসী মহিলাকে মারধর করেন। এই ঘটনার পরে এলাকার বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে জেলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বিষয়টি প্রকাশ্যে আসতে গ্রামের মহিলারা পুলিশী নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।
এর পাশাপাশি জেলার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। এরপর ওই মহিলাকে কোটশিলা থানায় নিয়ে গিয়ে ওই থানার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানান। তারপর থানার এসপি নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে ওই অফিসারকে ক্লোজ করার নির্দেশ দিয়েছেন। সাথে এও জানিয়ে দিয়েছেন যে, “অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।”