নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বৃহস্পতিবার বিকেলে দিল্লির আলিপুরের দয়ালপুর মার্কেটের একটি রঙের কারখানায় আচমকা আগুন লেগে মৃত্যু হয়েছে ১১ জন শ্রমিকের। কারখানায় একটি বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আর সাথে সাথে দমকল বিভাগকে খবর দেওয়া হয়।
সূত্রের খবর অনুযায়ী, দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের বাইশটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাতেরবেলা ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
পুলিশ জানিয়েছে, “কারখানাটিতে রঙের কাঁচামাল তৈরী হওয়ায় অনেক দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে বেশী সময় লাগেনি। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।” এর পাশাপাশি আগুনে ঝলসে যাওয়া মৃতদেহগুলিকে শনাক্তকরণ করার প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়েছে।