মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ সকাল থেকেই উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালির মহিলারা লাঠি ও বাঁশ হাতে পথে নামলেন। তৃণমূলের স্থানীয় নেতা শেখ শাহজাহানের নিজস্ব বাহিনীকে তাড়া করে ভাগানোর পর তাদের সরাসরি দাবী, ‘‘শেখ শাহজাহান, ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা সহ তার সঙ্গী উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে।’’
এদিন মহিলারা জানান, ‘‘সবাই তৃণমূল করে। কিন্তু এতদিন শাহজাহানরা দলের নাম ভাঙিয়ে দিনের পর দিন ধরে জমি দখল করে গ্রামবাসীদের উপর অত্যাচার করেছেন। বাইরে থেকে গুন্ডা এনেও অত্যাচার করেছেন। এবার বিহিত চাই। এতদিন ওদের ভয়ে চুপ থাকতে হত। এখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই রাস্তায় নেমেছি।’’ এছাড়া আরো অভিযোগ, ‘‘উত্তম সর্দার এবং শিবু হাজরার লোকজন নিজেদের পোল্ট্রি ফার্মে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এরপর গ্রামবাসীদের বিরুদ্ধে ভাঙচুর ও আগুন লাগানোর দায় ঠেলে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিন সেই হিসাব মেটাতেই লাঠি এবং বাঁশ হাতে সন্দেশখালি থানা ঘেরাও হয়েছে। কিন্তু পুলিশ আটকে দিলে মহিলারা প্রতিবাদে রাস্তায় বসে পড়েন। বিক্ষোভরত এক জন মহিলা বলেন, ‘‘পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে বলে শাহজাহানের কাছে যাও। শাহজাহান বলে শিবু হাজরার কাছে যাও। আমরা কোথায় যাব?’’ আরেক জন বিক্ষোভকারী মহিলা বলেছেন, ‘‘শাহজাহানদের গ্রেফতার করতে হবে। না হলে আমরা যাব না।’’ এরপরে তাকে প্রশ্ন করা হয়, ‘‘শাহজাহান কোথায় আপনি জানেন?’’ উত্তরে ওই মহিলা জানিয়েছেন, ‘‘শাহজাহান বাঘ হয়ে বিড়ালের মতো লুকিয়ে আছে!’’
Sponsored Ads
Display Your Ads Here