মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার গোপালনগর থানার ন’হাটায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১ জন নার্সারী ক্লাসের পড়ুয়ার। মৃত শিশুর নাম ঋষব রায়। বয়স ৫ বছর। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন ঋষব বিদ্যালয় যাচ্ছিল। কিন্তু বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছাতেই আচমকা দ্রুত গতিতে থাকা একটি লরি পিছন থেকে সজোরে ধাক্কা মারতেই সে ছিটকে পড়ে। এরপর লরির পিছনের চাকা ঋষবের মাথার উপর উঠে পড়ে। তারপর শীঘ্র গুরুতর আহত অবস্থায় স্থানীয় এক জন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি ঋষবকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করতে বললে পরিবারের সদস্যরা বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান।
কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুর জেঠু তারক রায় বলেন, ‘‘লরিটিও খুব দ্রুত গতিতে ছুটছিল। দুর্ঘটনার সময় আশপাশে একজন পুলিশকর্মী ছিলেন না। ট্রাফিক নিজের দায়িত্ব পালন করলে আজ ভাইপোকে হারাতে হত না। ওর মা-বাবা বাকি জীবনটা কি নিয়ে বাঁচবে? লরির চালকের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।’’এদিকে লরি চালক ঋষভকে ধাক্কা মেরেই পালিয়ে যায়। তবে পুলিশ লরির চালক দিলু বিশ্বাসকে গ্রেফতার করার পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করেছে।