নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ আজ মহারাষ্ট্রের ভান্ডারায় ‘ভারতীয় অর্ডন্যান্স বোর্ডের’ গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছে ১ জন এক কর্মীর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়। মৃত কর্মীর নাম অবিনাশ মেশরাম। বয়স ৫২ বছর।
অর্ডন্যান্স বোর্ড জানিয়েছে, ওই কারখানায় মূলত ভারতীয় সেনা ও অন্যান্য সরকারী বাহিনীর জন্য গোলাবারুদ উৎপাদন করা হয়। সকাল ৮টা নাগাদ সাময়িক ভাবে মজুত রাখার জায়গায় আচমকা বিস্ফোরণ ঘটে। ওই সময় সকালের শিফ্টের কর্মী অবিনাশবাবু একাই ছিলেন। বিস্ফোরণের অভিঘাতে কারখানার একাংশ বিধ্বস্ত হয়ে যায়। বাইরে রাখা কয়েকটি যানবাহনেও আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের বিষয় কারখানা কর্তৃপক্ষ কিছু না জানালেও বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।