নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। গোটা দেশবাসী ওই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন। অনেকে আবার টিভির পর্দায় পুরো অনুষ্ঠানটির সম্প্রচার দেখেছেন। কৃষ্ণশিলায় তৈরী রামলালার ৫১ ইঞ্চির বিগ্রহের দর্শন পাওয়ার পর দেশবাসীর চোখ জুড়িয়ে গিয়েছে। পাশাপাশি দেশ জুড়ে খুশীর আবহ তৈরী হয়েছে।
প্রাণ প্রতিষ্ঠার দিন রামলালার পরনে হলুদ রঙের বেনারসী ধুতি ও গায়ে সোনার জরি দিয়ে কারুকার্য করা লাল পট্টবস্ত্র ছিল। এই পট্টবস্ত্রে শঙ্খ, চক্র, পদ্ম এবং ময়ূরের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এই বিগ্রহের মাথা থেকে পা অবধি সোনা, হিরে ও চুনি-পান্নার গহনা ছিল। আর বিগ্রহের কপালে হিরে এবং চুনিখচিত তিলক ছিল। গতকাল সারা দিন রামলালাকে ঘিরে সমগ্র দেশ জুড়ে উৎসব চলেছিল। এরই মাঝে নেটমাধ্যমে রামলালার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে রামলালা চোখের পলক ফেলছেন আর মুখে যেন মিষ্টি হাসি লেগে রয়েছে।
রামলালার এই ভিডিয়ো ছড়িয়ে পড়া মাত্র চারিদিকে শোরগোল শুরু হয়ে গিয়েছে। আবার অনেকে অনেকেই বাক্রুদ্ধ হয়েছেন। এই ভিডিয়ো দেখে এক জন লিখেছেন, ‘‘রামজীকে এই রূপে দেখে মুগ্ধ হয়েছি, কথা হারিয়ে ফেলেছি।’’ অন্য জন লিখেছেন, ‘‘এই মূর্তি দেখে মন ভরে গিয়েছে, আমাদের রামলালার স্নিগ্ধ এই রূপ দেখে চোখে জল চলে এল।’’ কিন্তু এই অসাধারণ বিরল দৃশ্যটি দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে। অনেকের মতে, ‘‘এই ভিডিয়ো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরী করা হয়েছে।’’