নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ গতকাল রাতে ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী দিল্লি সহ উত্তর ভারত। এর জেরে দিল্লিবাসীর একাংশ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। তবে এখনো এই ভূকম্পনে ক্ষয়-ক্ষতির খবর জানা যায়নি।
কেন্দ্রীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, চীনের শিনজিয়াং প্রদেশে ৭.২ মাত্রার ভূকম্পনের ফলে দিল্লিতেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভূকম্পনের উৎসস্থল নেপাল-চিন সীমান্তে মাটি থেকে আশি কিলোমিটার গভীরে ছিল। এই তীব্র ভূকম্পনের ফলে চীনেও কোনো ক্ষয়-ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।