নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার চাঁচোল কলেজে অসুস্থ স্ত্রীর হয়ে অ্যাডমিট কার্ড জাল করে পরীক্ষা দিতে এসে হাতেনাতে ধরা পড়ে গেলেন স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, আজ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেলের পঞ্চম সেমিস্টারের বাংলা পরীক্ষা ছিল। মানিকচক কলেজের পুষ্পা চৌধুরী নামে এক জন পরীক্ষার্থীর চাঁচল কলেজে পরীক্ষার আসন পড়েছিল। কিন্তু পরীক্ষাকেন্দ্রে পুষ্পার পরিবর্তে সিদ্ধার্থশঙ্কর দাস পরীক্ষা দিতে আসেন। এরপর পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা পরীক্ষকের বিষয়টি নজরে আসে।
আর অ্যাডমিট কার্ড পরীক্ষা করতেই দেখা যায় অ্যাডমিট কার্ডটি নকল। অর্থাৎ হাজিরা খাতায় পুষ্পার ছবি ও নাম থাকলেও অ্যাডমিট কার্ডে তার ছবির পরিবর্তে সিদ্ধার্থশঙ্করের ছবি রয়েছে। তাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুয়ো পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে ফেলতেই সিদ্ধার্থশঙ্কর সমস্ত অভিযোগ স্বীকার করে জানান, ‘‘পুষ্পা তার বোন। সে খুব অসুস্থ হওয়ায় বোনের হয়ে পরীক্ষা দিতে এসেছেন।’’
কলেজ কর্তৃপক্ষ এই গোটা বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন। পাশাপাশি সিদ্ধার্থশঙ্করকে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিদ্ধার্থশঙ্কর পুষ্পার স্বামী। পুষ্পা অসুস্থতার কারণে পরীক্ষা দিতে না পারায় পুষ্পাকে পাশ করাতে অভিযুক্ত স্বামী এই কাণ্ড ঘটিয়েছিলেন। জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘‘কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।’’