মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রাম এলাকায়। স্ত্রীকে খুন করে খালের জলে ফেলে থানায় নিখোঁজ ডায়েরী করে নিজেও বিষ খেয়ে আত্মহননের চেষ্টা করে স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, ৫৫ বছর বয়সী নুরউদ্দিন মণ্ডল স্ত্রীকে খুন করে টুকরো টুকরো করে কেটে রোহান্ডার খালের জলে ছড়িয়ে দেন। আর যাতে কারোর সন্দেহ না হয় সে জন্য মধ্যমগ্রাম থানায় লিখিত ভাবে স্ত্রীর নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ জানান। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অনুমান করেন যে, নুরউদ্দিন নিজেই স্ত্রীকে খুন করে দেহকে কয়েক টুকরো করে খালের জলে ছড়িয়ে দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর নিজে ধরা পড়ে যাবেন ভেবে বিষ খান। তারপর আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসাত হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, পুলিশ খাল থেকে মৃতদেহের কিছু অংশ উদ্ধার করে। পাশাপাশি পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে। নুরউদ্দিনের শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হলেই পুলিশী জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনা ২০২২ সালের ১৮ ই মের শ্রদ্ধা-আফতাবের ঘটনার স্মৃতি উস্কে দিচ্ছে। যেখানে দিল্লির মেহরৌলিতে একত্রবাসে থাকা প্রেমিকা শ্রদ্ধাকে আফতাব নামে এক জন যুবক খুন করে। আর আমেরিকার একটি ওয়েব সিরিজ থেকে অনুপ্রেরিত হয়ে শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে দেহ সংরক্ষণ করে রাখতে নতুন ফ্রিজ কেনে। এরপর ১৮ দিন ধরে মেহরৌলির জঙ্গলের বিভিন্ন জায়গায় মৃতদেহের টুকরোগুলি ছড়িয়ে দেয়।
Sponsored Ads
Display Your Ads Here