নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ হাড়হিম করা ঠান্ডার মধ্যে রাজধানী ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন। গত দু’দিন ধরে কুয়াশার পরিমাণ বৃদ্ধির জেরে বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। গতকাল দিল্লি থেকে গোয়াগামী ইন্ডিগো সংস্থার একটি বিমান ১৩ ঘণ্টা দেরী করে ছাড়ায় এক জন যাত্রী বিমান চালকের উপর ক্ষুব্ধ হয়ে চড়াও হয়েছিলেন। এই ঘটনার পর কুয়াশার জন্য আরো একাধিক বিমান দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে দেরীতে ছেড়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, একশোটিরও বেশী বিমান ঘন কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ে রওনা হতে পারেনি। কুয়াশা সামান্য কমলে পরিস্থিতি অনুকূল হলে নির্দিষ্ট সময়ের চেয়ে অনেকটাই দেরী করে বিমান ছেড়েছে। তবে কম দৃশ্যমানতায় যাতে বিমান চলাচলে অসুবিধা না হয়, তাই ‘লো ভিসিবিলিটি’ নামে একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে দিল্লি বিমানবন্দর থেকে বিমান ওড়ানো হবে বলে জানানো হয়েছে।
আজ দিল্লি বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, ‘‘বিমান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। যে সকল যাত্রী বিমানের টিকিট কেটেছেন, তারা দয়া করে নির্দিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।’’ উল্লেখ্য, বিমানের পাশাপাশি রেল চলাচলও ব্যাহত হয়েছে। গত দু’দিন ধরে কুয়াশার পরিমাণ বাড়তে থাকায় বহু ট্রেন দেরী করে ছাড়ছে।
রেল সূত্রে খবর, কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে মোট ত্রিশটি ট্রেন দিল্লি স্টেশন থেকে নির্দিষ্ট সময়ের চেয়ে দেরী করে ছেড়েছে। এদিন দিল্লির তাপমাত্রা ৪.৮ ডিগ্রী সেলসিয়াস। কুয়াশার কারণে দিল্লি সহ পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা ও রাজস্থানেও চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।