নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ পুরাতন মালদার মঙ্গলবাড়িতে শ্বাসরোধ করে এক বধূকে খুনের অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মৃতার নাম আনজুরা খাতুন। বাড়ি রতুয়ার এলাহাবাদ গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে খবর, প্রায় ছয় মাস আগে আনজুরার মঙ্গলবাড়ির সামিরুল শেখ নামে এক জন যুবকের সাথে ভালোবাসা করে পরিবারের সম্মতিতে বিয়ে হয়। কিন্তু আনজুরার বাপের বাড়ির অভিযোগ, ‘‘বিয়েতে নগদ আশি হাজার টাকা সহ সোনার অলঙ্কার যৌতুক দেওয়ার পরও সামিরুলের পরিবার নগদ টাকা চেয়ে মেয়েকে চাপ দিত। তবে আনজুরা বাপের বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করায় তার উপর মানসিক ও শারীরিক নিগ্রহ করা হত।
Sponsored Ads
Display Your Ads Here
গতকাল মাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলেছিল, ‘স্বামী মারধর করেছে।’ কিন্তু ওই ফোনের ঘণ্টাখানেক পর আবার আনজুরার বাপের বাড়ির সদস্যরা একটি ফোন পান। যেখানে জানা যায়, আনজুরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।” এরপর খবর পেয়ে তড়িঘড়ি তার শ্বশুরবাড়ি আসেন। তবে বাড়ির কোনো সদস্যকে পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে প্রাথমিক ভাবে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ইতিমধ্যে আনজুরার বাপের বাড়ির তরফে জামাই এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে সামিরুলকে গ্রেফতার করেছে। যদিও বাকিরা পলাতক হওয়ায় তাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here