অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বেহালার পর্ণশ্রীতে দু’মাস ধরে ১৩ বছর বয়সী কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অবশেষে ওই কিশোরী নিজেই বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তি নিজে এক জন পুলিশকর্মী ছিলেন।
জানা গেছে, ওই কিশোরী মা-বাবা ও বোনের সঙ্গে থাকত। কিন্তু অক্টোবর মাসের মাঝামাঝি সময় কোনো একটি বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর ঝগড়া হলে স্ত্রী কন্যাদের রেখে বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকে কন্যারা বাবার সাথেই থাকছে। তবে গত দু’মাসে ওই ব্যক্তি নিজের বড়ো কন্যাকে ফাঁকা বাড়িতে একাধিক বার ধর্ষণ করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
গতকাল ওই কিশোরী পর্ণশ্রী থানায় গিয়ে অভিযোগ জানায়। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here