নিউজ ডেস্কঃ লাদাখঃ গতকাল মাঝ রাতেরবেলা থেকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানের মধ্যে মোট দু’বার লাদাখের মাটি কেঁপে উঠলো। অর্থাৎ আজ ভোরবেলা ৪টে ৩৩ মিনিট নাগাদ দ্বিতীয় ভূকম্পন অনুভূত হয়। তবে এই দু’টি ঘটনায় ক্ষয়-ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, প্রথম ভূকম্পনের উৎসস্থল জম্মু-কাশ্মীরের কিস্তওয়াড় জেলার ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ছিল। আর রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৩.৭ ছিল। এছাড়া দ্বিতীয় ভূকম্পনের উৎসস্থল লেহ জেলার থাং গ্রামে ছিল। তখন রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৪.৫ ছিল।
পাশাপাশি জানানো হয়েছে, গত কয়েক দিনে জম্মু-কাশ্মীর ও লাদাখে যে ভূকম্পন অনুভূত হয়েছে সেই সব ভূকম্পনের উৎসস্থল জাসকর কার্গিল এবং কিস্তওয়াড় ছিল। আর এই ভূকম্পনের জেরে পর্যটকদের মধ্যেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।