নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ গতকাল মধ্যপ্রদেশের ধার জেলায় আগরা-মুম্বই জাতীয় সড়কে গণপতি ঘাটে গুজারি গ্রামের কাছে একের পর এক গাড়িতে ধাক্কার জেরে আগুন লেগে ঝলসে মৃত্যু হয় ৩ জনের। আর আহত হয়েছেন বেশ কয়েক জন।
সূত্রের খবর, মুম্বই থেকে ইনদওরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দু’টি ট্রাককে ধাক্কা মারে। এরপর উল্টো দিক থেকে আসা একটি গাড়ি ও বাইককে ধাক্কা মারে। আর ধাক্কার অভিঘাত এতোটাই জোরালো ছিল যে দু’টি ট্রাক সহ মোট পাঁচটি গাড়িতে আগুন ধরে যায়।
এই দুর্ঘটনায় মোটরবাইক আরোহী এবং দুই জন ট্রাকচালক আগুনে ঝলসে মারা যান। আর শিশু সহ তিন জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার পরেই দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলের এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণ ট্রাক সহ গাড়িগুলি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।
পাশাপাশি আহতদের ইনদওর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর মৃতদের মধ্যে কেবলমাত্র বাইক চালকের পরিচয় জানা গিয়েছে। তার নাম হলো জিতেন্দ্র জাঠ। এদিকে এই ঘটনার পর থেকেই ঘাতক ট্রাকটির চালক পলাতক। আপাতত পুলিশ চালকের খোঁজে তল্লাশি শুরু করেছেন।