অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ক্রমশ মানুষের জায়গা দখল করছে। এআই কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে করে নেওয়া হচ্ছে। ফলে এবার জনপ্রিয় অনলাইন আর্থিক লেনদেন সংস্থা পেটিএম আজ বড়দিনে নিজেদের বহু কর্মীকে ছাঁটাই করেছে।
পেটিএমের মুখপাত্র এই প্রসঙ্গে জানান, ‘‘পেটিএমে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। যা খুবই খরচ সাপেক্ষ। আর সংস্থাকে আরো কার্যক্ষম করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এআই প্রত্যাশার চেয়ে বেশী কাজ করছে। এই সিদ্ধান্তে সংস্থার যেমন উন্নতি হবে, তেমনই খরচও কমবে। তাই সব ভেবে সেলস ও ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিভাগ থেকে এক হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে।
তবে শীঘ্রই পনেরো হাজার কর্মী নিয়োগও করা হবে।’’ প্রসঙ্গত, গত অক্টোবর মাস থেকেই পেটিএমের মূল সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশন লিমিটেড এই ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছিল। আর কৃত্রিম মেধা প্রযুক্তিগত ভাবে যত উন্নত হচ্ছে, ‘মেশিন লার্নিং’ বা ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ তত উন্নত হচ্ছে আর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এই প্রযুক্তির খারাপ দিকগুলিও প্রকাশ্যে আসছে।