চয়ন রায়ঃ কলকাতাঃ কেন্দ্রীয় সরকারী হারে মহার্ঘভাতার দাবীতে আজ সকালবেলা থেকে ডিএ আন্দোলনকারীরা নবান্নের সামনে বিক্ষোভ দেখান। পুলিশ বাধা প্রয়োগ করলে দফায় দফায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের তর্কাতর্কি হয়।
প্রসঙ্গত, গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারী কর্মচারীদের চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করেছেন। কিন্তু রাজ্যের সরকারী কর্মচারীরা এই চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধিতে সন্তুষ্ট হয়নি। আর কলকাতা হাইকোর্ট সংগ্রামী যৌথ মঞ্চকে মহার্ঘভাতার দাবীতে তিন দিনের জন্য নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী এদিন রাজ্যের সরকারী কর্মচারীদের একাংশ নবান্নের কাছাকাছি আসলে পুলিশ তাদের নবান্নের কাছে যেতে বাধা দেয়।
ফলে আন্দোলনকারীরা প্ল্যাকার্ড হাতে নবান্ন থেকে ১৫০ মিটার দূরে একটি বাসস্ট্যান্ডে অবস্থানে বসে পড়েন। আর পুলিশের সাথে সাথে দফায় দফায় বচসা চলে। পুলিশের তরফে আন্দোলনকারীদের জানানো হয়েছে, নবান্নের কাছে ১৪৪ ধারা জারি রয়েছে। সেখানে মাইকিং করার অনুমতি দেওয়া হচ্ছে না। কোনো রকম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করা যাবে না।