মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল গভীর রাতেরবেলা উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের ষষ্ঠীতলা এলাকায় এক জন বায়ুসেনার শুটিং প্র্যাকটিসের সময় হাত ফসকে পাশের আবাসনে গুলি লাগার জেরে আটক হতে হলো তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই আবাসনে এক জন পুলিশকর্মী থাকেন। তিনি লাটবাগানে পুলিশ ট্রেনিংয়ে কর্মরত। আচমকা শব্দ পেয়েই আঁতকে উঠে দেখেন, তিনতলার আবাসনের রান্নাঘরে জানলার কাচ ভেঙে গিয়েছে। সকালে উঠে দেখা যায়, ওই জানলায় গুলির ছাপ স্পষ্ট।
এরপর টিটাগড় থানায় খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযোগের ভিত্তিতে আবাসনের পাশের একজন বায়ুসেনা কর্মীকে আটক করে। তারপর জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তিনি এয়ারগান নিয়ে শুটিং প্র্যাকটিস করার সময় হঠাৎ লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের আবাসনের জানলার কাচে গুলি লাগে।
এলাকার স্থানীয় কাউন্সিলর জিতব্রত পালিত জানিয়েছেন, “গুলি চালনার ঘটনায় জানলার কাচ ভেঙে যাওয়া ছাড়া বড়ো কোনো ক্ষতি হয়নি।” কিন্তু এই ঘটনায় কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুলিশকর্মীর আবাসন লক্ষ্য করে গুলি চালালো কি না, সেই বিষয়েও যথাযথ ভাবে খতিয়ে দেখা হচ্ছে।