ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ আজ পাকিস্তানে ফের একইসাথে থানা ও সেনা চৌকিতে হামলার ঘটনা ঘটেছে। এদিন জঙ্গিরা দেশটির আফগান সীমান্ত লাগোয়া দেরা ইসমাইল খান শহরে একটি থানায় এবং অদূরে অবস্থিত সেনা চৌকিতে হামলা চালালে সেনা ও জঙ্গির সংঘর্ষে নিহত হয় মোট ৭ জন। নিহতদের মধ্যে দু’জন পুলিশ, দু’জন সেনা অফিসার এবং তিন জন জঙ্গি রয়েছে৷
এই ঘটনার পর পাকিস্তান তালিবান নামে একটি গোষ্ঠী আফগান-পাকিস্তান সীমান্তে হামলা চালায়। ফলে সব মিলিয়ে ওই এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় পুলিশের প্রধান ইফতিকার শাহ জানিয়েছে, “আনসার-উল ইসলাম নামে একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।”
আগামী মার্চ মাসে পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন। এখন দেশ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর ভোটের উত্তাপ বৃদ্ধির সাথে সাথেই জঙ্গি হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে।