নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সকালবেলা ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন লেগে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, ৬টা নাগাদ জনশতাব্দী এক্সপ্রেস ভুবনেশ্বর থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর ৬টা ৩০ মিনিট নাগাদ কটক পৌঁছাতে কয়েক জন ট্রেনের একটি ব্রেক শু থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তারপর ট্রেনের চাকার কাছে ওই অংশে আগুন ধরে যায়। রেলের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে যান।
এরপর আগুন নিয়ন্ত্রণে আনার প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি আবার যাত্রা শুরু করে। কিন্তু এই আগুন লাগার নেপথ্যে কি কারণ রয়েছে তা জানতে রেলের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় রেলকর্মীরা জানান, “ট্রেনটি থেমে থাকার কারণে আগুন ছড়াতে পারেনি।”