নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের রায় বরেলীর রেল কলোনী এলাকায় স্ত্রী সহ ৪ বছর বয়সী পুত্র ও ১২ বছর বয়সী কন্যা সন্তানকে খুন করে আত্মঘাতী হন ১ জন চিকিৎসক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাময় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের নাম অরুণ কুমার। পেশায় চক্ষুরোগ বিশেষজ্ঞ। রেলের মেডিকেল আধিকারিক হিসাবে কাজ করতেন।
সূত্রের খবর অনুযায়ী, গত রবিবারের পর থেকে অরুণবাবু এবং তার পরিবারের বাকি সদস্যদের আর এলাকায় দেখা যায়নি। বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এরপর অরুণবাবুর সহকর্মীরা বাড়িতে গেলে দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ। ফলে অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে অরুণবাবু সহ তার স্ত্রী, পুত্র-কন্যার দেহ উদ্ধার করা হয়।
মেঝেতেও রক্ত, ধারালো অস্ত্র ও ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। পুলিশের প্রাথমিক ভাবে ধারণা, প্রথমে অরুণবাবু ওষুধ খাইয়ে স্ত্রী-সন্তানদের অজ্ঞান করে দিয়েছিলেন। এরপর মাথায় আঘাত করে খুন করে নিজের হাতের শিরা কাটার চেষ্টা করেছিলেন।
কিন্তু তাতেও কাজ না হওয়ায় গলায় দড়ি দেন। তবে এই মৃত্যুর নেপথ্যে পারিবারিক অশান্তি না অন্য কোনো কারণ আছে তা পুলিশ খতিয়ে দেখছেন।