রায়া দাসঃ কলকাতাঃ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাইমারী টেট পরীক্ষার দিন পরিবর্তন করেছে। আজ নতুন করে টেট পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে।
আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ ১০ই ডিসেম্বর প্রাইমারী টেট পরীক্ষার দিন ঘোষণা করে জানিয়েছিল, ওই দিন দুপুরবেলা ১২টা থেকে ২টো ৩০ মিনিট অবধি পর্যন্ত পরীক্ষা হবে। এরপর এদিন পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, ‘অনিবার্য পরিস্থিতির কারণে ১০ই ডিসেম্বর পরীক্ষা না হয়ে আগামী ২৪শে ডিসেম্বর রবিবার পরীক্ষা হবে।’
পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যারা বিএড করেছেন, তারা চলতি বছর টেটে বসতে পারবেন না। কিন্তু যারা ডিএলএড সহ প্রাথমিক শিক্ষকের অন্য প্রশিক্ষণ নিয়েছেন আর যারা অকৃতকার্য হয়েছিলেন তারাও নতুন করে ফর্ম পূরণ করে টেট দিতে পারবেন। তাই গত বছরের তুলনায় চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে।
চলতি বছর ২০২৩ সালের ১৪ই সেপ্টেম্বর অনলাইনের মাধ্যমে পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়েছিল। আর ৪ ঠা অক্টোবর অর্থাৎ বুধবার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। বৃহস্পতিবার যারা আবেদন করেও টাকা জমা দেননি তাদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ একদিন অতিরিক্ত ধার্য করেছে।
উল্লেখ্য যে, গত বছরের মতো চলতি বছরও পরীক্ষার নিরাপত্তায় কোনো ত্রুটি থাকবে না। পরীক্ষার্থীদের জন্য সিসিটিভির নজরদারী থেকে বায়োমেট্রিক উপস্থিতি সব রকম ব্যবস্থা থাকবে। নজরদারীর জন্য কেন্দ্রীয় ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে কন্ট্রোল রুম খোলা হবে।