Indian Prime Time
True News only ....

বন্ধ হলো চলতি বছরের শান্তিনিকেতনের পৌষমেলা

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট কর্মসমিতির দীর্ঘ বৈঠকের পর ট্রাস্টের সম্পাদক অনিল কোনার জানান, ‘‘সদিচ্ছা থাকা সত্ত্বেও মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ সময় কম থাকার জন্য ছোটো করেও ঐতিহ্যবাহী পৌষমেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আগের বৈঠকে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে, পরিবেশ আদালতের দূষণবিধি মেনে এবার পূর্বপল্লীর মাঠে ছোটো আকারে পৌষমেলা হবে। বস্তুত, ২০১৯ সালে করোনা আবহে এবং পরের দু’বছর বিভিন্ন কারণ দেখিয়ে বিশ্বভারতী শান্তিনিকেতনের ওই মেলা বন্ধ রাখে।

কিন্তু শান্তিনিকেতন ট্রাস্ট এই সিদ্ধান্তের বিরোধীতা করে জানান, ‘‘ছোটো করে এই মেলা করা সম্ভব নয়। ব্যবসায়ীরা পসরা সাজিয়ে মেলায় এলে ফেরাবেন কিভাবে?’’ উল্লেখ্য, শান্তিনিকেতন ট্রাস্ট বিশ্বভারতীর পৌষমেলার আয়োজন করে। আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় মেলার তত্ত্বাবধানের দায়িত্বে থাকে। তাই দু’পক্ষের উভয় রকম মতে জটিলতার সৃষ্টি হওয়ায় এদিনের বৈঠকে অবশেষে পৌষমেলার সিদ্ধান্ত বাতিল করা হয়।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored