নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের ভোটগণনার কয়েক ঘণ্টা আগেই উজ্জয়িনীর কোঠি প্যালেসের একটি স্ট্রংরুমে পোস্টাল ব্যালটে কারচুপি হয়েছে বলে কংগ্রেস দাবী করেছে।
সূত্রের খবর, উজ্জয়িনীর তারানা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মহেশ পারমারের দাবী, ‘‘তিনি ও তাঁর দলীয় কর্মীরা একটি ব্যালট বাক্সের সিল ভাঙা অবস্থায় দেখতে পান। আর বাক্সে যে সিল রয়েছে, তা নতুন করে লাগানো হয়েছে।’’ মধ্যপ্রদেশ কংগ্রেস নেতৃত্ব এক্সল হ্যান্ডলে এই প্রসঙ্গে লেখে, ‘‘কংগ্রেস প্রার্থী এবং তাঁর প্রতিনিধিরা ভাঙা ব্যালট বাক্সের সিল জেলাশাসক ও অন্যান্য আধিকারিকদের দেখিয়েছেন। অভিযোগও দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশন আর কত দিন চুপ থাকবে?’’
কিন্তু কংগ্রেসের উজ্জয়িনীর জেলাশাসক কুমার পুরুষোত্তম এবং রিটার্নিং অফিসার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি কুমার পুরুষোত্তম জানান, ‘‘সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে দিনের বেলায় পোস্টাল ব্যালটগুলি জেলা কোষাগার থেকে গণনাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পুরো প্রক্রিয়া ভিডিয়ো করে রাখা রয়েছে।’’
তেলঙ্গানার ইব্রাহিমপত্তনমেও কংগ্রেসের কর্মীরা পোস্টাল ব্যালট নির্দিষ্ট গণনাকেন্দ্রে না পাঠানোর অভিযোগ তুলে আরডিও অফিসের কাছে বিক্ষোভ দেখান। এরপর বিতর্কিত পোস্টাল ব্যালটগুলিকে স্ট্রংরুমে নিয়ে যাওয়া হলেও সেই ঘর তালাবন্ধ করে রাখা হয়নি বলে নতুন করে অভিযোগ ওঠায় বেশ কয়েক জন কংগ্রেস কর্মী আবার আরডিও অফিসের সামনে জমায়েত করে প্রতিবাদ জানান।