নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকের হোলালকেরে এলাকায় নাকাতল্লাশি চালানোর সময় এক জন সুপারি ব্যবসায়ীর গাড়ি থেকে উদ্ধার ব্যাগ ভর্তি কোটি কোটি টাকা।
সূত্রের খবর, পুলিশ গোপন সূত্র মারফত খবর পায় যে, একটি ইনোভা গাড়িতে করে কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে। ফলে ওই এলাকায় নাকা তল্লাশি চালায়। এদিকে একটি ইনোভা গাড়ির চালক নাকাতল্লাশি চালানো হচ্ছে দেখে গাড়িটিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ হওয়ায় ওই গাড়িটিকে ধরে ফেলে।

এরপর গাড়িতে তল্লাশি চালাতেই গাড়ির আসনের নীচ থেকে বেশ কয়েকটি ব্যাগে টাকার বান্ডিল নজরে আসে। তারপর গাড়ির চালক ও তার সাথে থাকা এক জনকে গাড়ি থেকে নামিয়ে জেরা শুরু করা হয়। জেরায় গাড়ির চালক নিজেকে শচীন এবং অন্য জন হরিশ বলে পরিচয় দেয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, ব্যাগে মোট আট কোটি টাকা রয়েছে। এই টাকা শিবমোগায় সুরেশ নামে এক জন সুপারি ব্যবসায়ীর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। আপাতত পুলিশ ওই টাকাগুলি বাজেয়াপ্ত করে শচীন ও হরিশকে আটক করেছে।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code