Indian Prime Time
True News only ....

ওভারহেডের তার ছিঁড়ে ব্যাহত ট্রেন চলাচল

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। এতে বহু ট্রেন হাওড়া থেকে দেরীতে ছাড়ে। এছাড়া একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়েও থাকে। ব্যান্ডেলমুখী ট্রেনগুলি মাঝপথেই থমকে যাওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। ফলে অফিস ফেরত নিত্যযাত্রীরা চরম দুর্বিপাকে পড়েছেন।

এদিন সন্ধ্যাবেলা ৭টা ১০ মিনিটে একটি লোকাল ট্রেন ব্যান্ডেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় ওভারহেডের তার ছিঁড়ে পড়ায় ব্যান্ডেলমুখী ট্রেনগুলির কোনোটি রিষড়া, কোনোটি কোন্নগর আবার কোনোটি শেওড়াফুলিতে দাঁড়িয়ে পড়ে। হাওড়া থেকে নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট এমনকি এক ঘণ্টা পরে ট্রেনগুলি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে ৮টা ১০ অবধি ট্রেন চলাচল বিঘ্নিত হয়।” কিন্তু রেল কর্তৃপক্ষ মেরামতির কাজ শেষ হয়ে গিয়েছে জানালেও নিত্যযাত্রীরা জানিয়েছেন, “এখনো পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি। মাঝপথে গিয়ে ট্রেন আটকে থাকছে।”

হাওড়া-ব্যান্ডেল শাখার গুরুত্বপূর্ণ স্টেশন চন্দননগর। আর এদিন চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হওয়ায় প্রতি বছরের ন্যায় বহু মানুষ সেই শোভাযাত্রা দেখতে ট্রেনপথে যান। তবে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় অনেক যাত্রী ব্যান্ডেল ও বর্ধমান লোকালে উঠতে না পেরে বাধ্য হয়ে ভিড়ে ঠাসা আরামবাগ অথবা তারকেশ্বর লোকালে উঠতে বাধ্য হন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored