নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়া স্টেশনের বড়ো ‘বিগবেন’ ঘড়িটি আমাদের সকলের খুব পরিচিত। এই ‘বিগবেন’ ঘড়িটি ৯৭ বছরে পা দিল। এটি যেন হাওড়া স্টেশনের এক অন্যতম নিদর্শন। এই ঘড়ির এক আশ্চর্যজনক বিষয় হলো নিশানা বলে দিলেই কাউকে খুব সহজেই খুঁজে বার করে। অর্থাৎ এই ঘড়ির কথা বললে যে কেউ ঠিক এই স্থানে পৌঁছে যাবে।
১৯২৬ সালে এই ‘বিগবেন’ ঘড়ি স্থাপন করা হয়েছে। যা ভারী লোহার ফ্রেমের ওপর স্থাপিত। স্টেশন ম্যানেজার অফিসের পাশের দেওয়ালের সাথে সংযুক্ত। জেন্টস দ্বারা নির্মিত এই পুরোনো ডিজাইনের ঘড়িটি এখনো সঠিক সময় দেয় কারণ যাত্রীরা এই ঘড়ির সাথে নিজেদের ঘড়ির সময় মিলিয়ে নেন।
Sponsored Ads
Display Your Ads Here
আগে এই বিদ্যুৎ চালিত ঘড়িতে একটি দূরনিয়ন্ত্রক পালসার যন্ত্রের মাধ্যমে অফিস থেকে দম দিয়ে সময়ের সমন্বয় সাধন করা হত। তবে পরবর্তী সময়ে বিদ্যুৎ পরিবাহী তারে সমস্যার জেরে ঘড়ির মধ্যেই নিজে থেকে দম দেওয়ার ব্যবস্থা করা রয়েছে। এই ঘড়িটির একটি মুখ ১ নম্বর প্লাটফর্ম থেকে ৮ নম্বর প্লাটফর্মের দিকে। আর অন্যটি ৯ নম্বর প্লাটফর্ম থেকে ১৫ নম্বর প্লাটফর্মের দিকে।
Sponsored Ads
Display Your Ads Here